চাঁপাইনবাবগঞ্জঃ আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে চায় সুইজারল্যান্ড বলে জানিয়েছেন ঢাকাস্থ সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর মি. রেনে হোলেনস্টেইন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সুইস কনট্রাক্টের প্রবৃদ্ধি প্রকল্প ও শিবগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে শিবগঞ্জ পৌরসভার আম বাজারের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এর আগে এ উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।
শিবগঞ্জ পৌরসভা মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হোসাইন, শিবগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামসহ অন্যরা।


