বিনোদন ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। শুক্রবার (১৯ এপ্রিল) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। আর এ দিনে সুখবর দিলেন মেহজাবীন।
রাজধানীর একটি হোটেলে জানালেন, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন তিনি।
নিজের প্রথম সিনেমা নিয়ে গণমাধ্যমকে মেহজাবীন চৌধুরী বলেন, জন্মদিনে সিনেমার ঘোষণা, বিষয়টা আমার জন্য খুব স্পেশাল। এতটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে।
এ সময় তিনি আরও বলেন, এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে, নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।
‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সব ঠিক থাকলে
চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।