
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে ঘন কুয়াশার কারণে স্টিমার এমভি মধুমতির ধাক্কায় ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজের তিন দিন পরেও সন্ধান মেলেনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও মহদিপুর গ্রামের আলম জমাদ্দার (৪৫)। এরা সবাই শ্রমিক।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম রসূল জানান, ডুবুরিদল রোববার দুপুর পর্যন্ত নিখোঁজ ৩ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়েও তাদের সন্ধান পায়নি। এমনকি ট্রলার বা নিখোঁজ ব্যক্তিদের অবস্থান শনাক্তও করাও সম্ভব হয়নি। তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিখোঁজ রাজ্জাক মল্লিক রাজার ছোট ভাই শহীদ মল্লিক জানান, তার ভাই ঝালকাঠি শহরে নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালাত। এখন তারা সুগন্ধা নদীর তীরে ছুটে বেড়াচ্ছেন লাশের অপেক্ষায়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব জানান, নিখোঁজ তিন ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ জিডি করেছেন। তবে এ ঘটনায় স্টিমারের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি কেউই।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে ট্রলারটির ডুবে যায়।
পরে চলকসহ ট্রলারের আট যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হন।