সেনাবাহিনীর সহায়তায় সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ১৯ বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মো. ময়নুল হক। রোববার (২ নভেম্বর) সকালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা গেছে, ২০০৬ সালে ঠিকাদারির কাজে সুদানের খার্তুমে যান ময়নুল হক। এরপর হঠাৎ গৃহযুদ্ধ শুরু হলে পাসপোর্টসহ সব নথিপত্র হারান তিনি। তারপর থেকে দেশটির আবেই এলাকায় নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।
পরে চলতি বছরের মে মাসে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ব্যানব্যাট–৩ এর এক টহল দল আবেই বাজারে তার সন্ধান পায়। সেনাবাহিনীর উদ্যোগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস তার দেশে ফেরার জন্য ‘ট্রাভেল পারমিট’ ইস্যু করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ সকালে ঢাকায় পৌঁছান তিনি।


