সিলেট : সুনামগঞ্জ সদর উপজেলার জাটুয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিমপুর গ্রামের রাধা রাণী দাস (৪৫), শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের মৌসুমী রাণী (২২)।নিহত আরেক যুবকের পরিচয় জানা যায়নি।
জাটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুল ইসলাম জানান, সিলেট থেকে যাত্রীবাহী বাসটি সুনামগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে জাটুয়া এলাকায় চালক মোবাইল ফোনে কথা বলে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।