সুনামি আঘাত হেনেছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক : সুনামি আঘাত হেনেছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে। স্থানীয় সময় রোববার রাতে এটি আঘাত হেনেছে। এর মাত্র কয়েক ঘন্টা আগে সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের ৯১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের দুই ঘন্টা পর দক্ষিণ-পূর্ব উপকূলে সুনামি আঘাত হেনেছে। নিউজিল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সুনামির প্রথম ঢেউটি হয়তো বড় ছিল না। তবে আরো কয়েকঘন্টা পর সুনামি বড়সড় আঘাত হানতে পারে।

ওয়েদারওয়াচ নামে নিউজিল্যান্ডের আবহাওয়া পর্যবেক্ষক বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, ক্রাইস্টচার্চের ১৮১ কিলোমিটার উত্তরে কাইকুরাতে দুই মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। ওয়েলিংটনসহ অন্যান্য উপকূলীয় এলাকাগুলোতে ছোট ছোট ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়।