
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজী গ্রামে এই ঘটনা ঘটে। ইব্রাহিম ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকে শিশু ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজমুল হুদা পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।