সুন্দরবনে অভিযান চলছে

সুন্দরবনে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : জলদস্যুদের গ্রেপ্তার ও জিম্মি জেলেদের উদ্ধারে সুন্দরবনে অভিযান চালাচ্ছে র‌্যাব ৬।

সুন্দরবনের গোওয়াখালী, মরা কাগা এবং আদাচাই এলাকায় রোববার ভোর থেকে এ অভিযান শুরু হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, জলদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের গোওয়াখালী, মরা কাগা এবং আদাচাই এলাকায় ২০-২৫ জন জেলেকে জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে।