
নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবনের জলদস্যু রবিউল বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৭টি অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর অপারেশন অফিসার মো. জাহিদুল ইসলাম শুক্রবার বেলা ১১টার দিকে জানান, জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা সুন্দরবনের বুড়ি গোয়ালিনি এলাকায় সাতজন জেলেকে জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে র্যাব-৬ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে রবিউল বাহিনীর চার সদস্যকে সাতটি অস্ত্রসহ গ্রেপ্তার করে। একই সঙ্গে জিম্মি সাত জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জুন সুন্দরবনের হড্ডা খাল এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হন।