খুলনা : সুন্দরবনে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জলদস্যুকে আটক করেছে র্যাব।
তাদের কাছ থেকে তিনটি পাইপগান, সাতটি শটগানের গুলি, তিনটি গুলি খোসা ও চারটি রামদা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর লবণচরাস্থ র্যাব-৬-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলো- ইয়াহিয়া মোড়ল (২৮), অলি সরদার (৩৫), মো. জুলফিকার কবির (৩৫), দেবব্রত মণ্ডল (৩২), সুকুমার বাওয়ালী (৪০) ও দেলোয়ার শেখ (৩২)।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সুতারখালী নদীর পশ্চিম পাড়ে ১০-১২ জন জলদস্যু ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিত টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থল ঘেরাও করে ছয় জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।