
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র্যাবের সঙ্গে জলদস্যু শামসু বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল নামের এক দস্যু নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য দ্রব্যসামগ্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বেল্লালের বাড়ি কোথায়, র্যাব তা নিশ্চিত করতে পারেনি।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, সুখপাড়ার চর এলাকায় বনদস্যু শামসু বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়।
এ সময় জলদস্যুরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গুলিবিনিময়ের একপর্যায়ে জলদস্যুরা পিছু হটলে সেখানে র্যাব তল্লাশি চালিয়ে বেল্লালের লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গুলি ও বিভিন্ন দ্রব্যসামগ্রী উদ্ধার করে।
নিহতের লাশ শরণখোলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেজর আদনান কবির।