সুন্দরবন গোলপাতা আহরণের পারমিট প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবন পশ্চিম বিভাগের তিনটি কুপে গোলপাতা আহরণের অনুমতি (পাস পারমিট) দেওয়া শুরু হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করে বাওয়ালীরা সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছেন। বাওয়ালীরা যাতে নির্বিঘ্নে গোলপাতা কাটতে পারে সে ব্যাপারে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের শিবসা, আড়ুয়া শিবসা ও সাতক্ষীরা রেঞ্জের সাতক্ষীরা গোলপাতা কুপে সম্প্রতি পারমিট দেওয়া শুরু হয়েছে। প্রতিটি নৌকা স্ব স্ব স্টেশনে নিয়ে এসে চেকিং করে পারমিট নিতে হচ্ছে। ইতিমধ্যে অনেক নৌকার উপরিভাগ বেশি থাকার কারণে তা কেটে সঠিক নিয়মে চেকিং করে বিএলসি নবায়ন করে পারমিট নিতে হচ্ছে বাওয়ালীদের।

৪ নম্বর কয়রা গ্রামের বাওয়ালী নুর ইসলাম সানা ও কয়রা সদরের পায়রাতোলার আঠি গ্রামের কামরুল ইসলামসহ কয়েকজন বাওয়ালী জানিয়েছেন, সঠিক নিয়মে গোলপাতা কাটতে আগ্রহী বাওয়ালীরা। পারমিটের অনুমতির বাইরে অতিমাত্রায় গোলপাতা না নিতে পারে তার জন্য সব স্টেশন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শোয়াইব খান জানান, খুলনা রেঞ্জের ৫টি স্টেশনে বিএলসি চেকিংয়ের সময় ডিএফও, স্ব স্ব স্টেশন কর্মকর্তাসহ নিজে উপস্থিত থেকে সঠিক নিয়মে বিএলসি নবায়ন করা হয়েছে। তা ছাড়া যে নৌকা মাপে গড়মিল সেগুলো চেকিং করা হয়নি। তাদের পারমিট দেওয়া হবে না।

পশ্চিম সুন্দরবনের ডিএফও মুহাম্মাদ সাঈদ আলী জানান, গোলপাতার পারমিটে যাতে কোনো রকম অনিয়ম না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনে বিএলসি চেকিং করে পারমিট দেওয়ার সময় নিজে উপস্থিত থেকে সঠিক নিয়ম মাফিক পারমিট প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।