
শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’। গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ২০২১ সালের সুন্দরী হিসেবে ‘মিসেস শ্রীলঙ্কান’ খেতাব জিতে নেন পুষ্পিকা ডি সিলভা। তার মাথায় পরিয়ে দেওয়া হয় মুকুট। কিন্তু খেতাব অর্জনের পরেই মঞ্চে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। তাৎক্ষণিক তার নামে বিবাহ বিচ্ছেদের অভিযোগ উঠলে মুকুট কেড়ে নেওয়া হয়।
বিশৃঙ্খলার এক পর্যায়ে মাথায় চোট পান বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা। পরবর্তীতে ওই মঞ্চেই মুকুট খুলে পরিয়ে দেওয়া হয় প্রথম রানার আপকে।
ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি মঞ্চে বলেন, এই সুন্দরী প্রতিযোগিতার একটি নিয়ম হলো নারীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং যাদের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তারা এতে অংশ নিতে পারবে না। পুষ্পিকার যেহেতু বিবাহবিচ্ছেদ হয়েছে, তাই তিনি এ খেতাবের অধিকারী হতে পারবেন না। তাই আমি এই মুকুট দ্বিতীয় স্থানধারীকে দিতে যাচ্ছি।’
এই ঘটনার পর রোববার (৪ এপ্রিল) জানা যায়, পুষ্পিকার বিচ্ছেদ হয় নি, তবে তিনি স্বামীর সাথে থাকেন না। এরপর, মুকুট আবার ফিরে গেছে পুষ্পিকার কাছেই। মুকুট ফিরে পেলেও মানহানির জন্য আইনের আশ্রয় নেওয়ার কথা জানান পুষ্পিকা।