বাগেরহাট প্রতিনিধি : মুক্তিপণ দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
বুধবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চাউলাবগী ও ধানসিদ্দিচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি, হলদিবুনিয়া ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলে-মহাজন সূত্রে জানা গেছে, বুধবার সকালে ধানসিদ্দিরচর ও চাউলাবগী এলাকায় জেলেরা মাছ ধরছিল। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মুক্তিপণ দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. ফরিদুজ্জামান বলেন, ‘সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’