আন্তর্জাতিক ডেস্ক : সুপার টাইফুন হাইমার তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে ফিলিপাইন। নিহত হয়েছে চারজন।
ফিলিপাইনের উত্তরে কাগায়ানের ওপর ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে বয়ে গেছে হাইমা। এর ফলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।
রাতভর ঝড়ণ্ডবৃষ্টিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তৃণ এলাকা। চরম বিপর্যয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে মারা গেছেন দুজন। আর দুজন মারা গেছেন পাহাড়ি এলাকা শান্তি শহরে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হাইয়ানের মতো বিধ্বংসী হতে পারে হাইমা। ২০১৩ সালে হাইয়ানের আঘাতে মারা গিয়েছিল ৭ হাজার ৩৫০ জন।
প্রতিবছর ফিলিপাইনে ২০টি মতো বড় ঝড় আঘাত হানে। এতে অনেক প্রাণহানি হয়ে থাকে।
চীন সফরে থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এক বিবৃতিতে বলেছেন, লোকজন হয়তো ভয়ে থাকতে পারেন। তবে আমরা প্রস্তুত।
দুর্যোগ মোকাবিলায় সবাইকে ধৈর্য্য ধারণের জন্য আহ্বান জানান তিনি।