সুপ্রিম কোর্টের বিচারকের শূন্যপদে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কলোরাডো ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক নিল গর্সাচকে সুপ্রিম কোর্টের বিচারকের শূন্যপদে বেছে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এই মনোনয়ন সিনেটে পাস হলে প্রয়াত বিচারপতি অ্যান্তোনিন স্কালিয়ার শূন্য পদে নিয়োগ চূড়ান্ত হবে ৪৯ বছর বয়সি গর্সাচের।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্রেটিক নেতা ট্রাম্পের মনোনীত বিচারক সম্পর্কে এরই মধ্যে বলেছেন, তাকে নিয়ে ‘ঘোর সন্দেহ’ রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাত, অস্ত্র নিয়ন্ত্রণ ও লিঙ্গবিষয়ক বেশ কিছু সংবেদনশীল ইস্যুতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘নিল গর্সাচের রয়েছে অসাধারণ বুদ্ধিমত্তা, আইন বিষয়ে অতুলনীয় পড়াশোনা এবং বিবরণ অনুযায়ী সংবিধান ব্যাখ্যায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি।’ ট্রাম্প আরো বলেন, বিচারক গর্সাচের রয়েছে আইন বিষয়ে অসাধারণ দক্ষতা, বুদ্ধিদীপ্ত মন, ব্যাপক শৃঙ্খলা এবং দুই দলের সমর্থন।’

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ভাষণ দেওয়ার সময় বিচারক গর্সাচকে অনুমোদন দেওয়ার ঘোষণা দেন এবং তার বিষয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। তার ঘোষণার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বাইরে মঙ্গলবার বিক্ষোভ হয়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।