সুবিধা গ্রহণ করে অর্থনৈতিকভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশই একমাত্র স্বল্পোন্নত দেশ যে ডব্লিউটিওর শুল্ক ও কোটামুক্ত সুবিধা গ্রহণ করে অর্থনৈতিকভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। দারিদ্র্য বিমোচন হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে।

বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ডব্লিউটিওর এমসি-১১ এ আঙ্কটাড আয়োজিত ‘মাল্টিলেটারেল ট্রেডিং সিস্টেম টাইম টু রি-এনার্জি’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক বাণিজ্যচুক্তির পাশাপাশি আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে বিভিন্ন দেশ অংশগ্রহণের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি ও উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। স্বল্পোন্নত দেশের স্বার্থ সংরক্ষণে সদস্য দেশগুলোকে আরো জোরালো অবস্থান নিতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১-৭২ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল ১৭৫ কোটি টাকা। এখন সে বাজেট ৪ লাখ ২০৬ কোটি টাকা। বাংলাদেশ ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য কয়েকটি দেশে রপ্তানি করে আয় করত ৩৪৮.৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজ বিশ্বের প্রায় ১৯৯টি দেশে সার্ভিস সেক্টরসহ ৭৪৪টি পণ্য রপ্তানি করে আয় করছে ৩৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে এ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রেমিট্যান্স আসছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

আঙ্কটাডের সেক্রেটারি জেনারেল মুকিশা কিতুয়ির সভাপতিত্বে আঙ্কটাডের উচ্চ পর্যায়ের বৈঠকে আরো বক্তব্য রাখেন-কোস্টারিকার বৈদেশিক বাণিজ্যমন্ত্রী আলেকজেন্ডার মর্ক, ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভূ, নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিগরিড কাজ, সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের (সিইআরপি) পরিচালক ডিবোরাহ জামস, এবং কানেকশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ানের (ইসিএলএসি) এক্সিকিউটিভ সেক্রেটারি আলিসিয়া বার্সিনা। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

আর্জেন্টিনা সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার (আর্জেন্টিনার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে) হোটেল হিলটনে বিশ্ব বাণিজ্য সংস্থায় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের নির্বাহী পরিচালক আরাঞ্চা গনজালেজের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বাংলাদেশের ট্রেড সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশের বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমে সক্ষমতা অর্জনে করণীয় সংক্রান্ত বিষয়ে ২০১৬ সালে আইটিসি কর্তৃক একটি সমীক্ষা পরিচালনা করা হয়। বিশেষ করে নন ট্যারিফ মেজার্স সংক্রান্ত স্টাডির সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত প্রকল্প গ্রহণ এবং এর অর্থায়নে দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়নে আইটিসিকে এগিয়ে আসতে হবে।

এ সময় আইটিসির নির্বাহী পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, জেনেভায় বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি বিজয় ভট্টাচার্য, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।