
নিজস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ড. জালাল মহিউদ্দিন এমপি প্রমুখ।
প্রসঙ্গত, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন।
এর আগে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সত্তরোর্ধ্ব সুরঞ্জিত ফুসফুসে সংক্রমণ ও রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত সমস্যায় ভুগছিলেন।