সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নিয়ে সুনামগঞ্জের পথে রওনা হয়। মরদেহের সঙ্গে আওয়ামী লীগের নেতারা রয়েছেন। সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে ঢাকা থেকে সোমবার বেলা সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সুরঞ্জিত সেনগুপ্তকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে সুরঞ্জিত সেনের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।সেখানে সুরঞ্জিতের মরদেহে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।