নিজস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হবার নয় বলে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী মন্তব্য করেছেন।
রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এক শোকবাণীতে স্পিকার এ কথা বলেন।
সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে স্পিকার বলেন, তিনি ছিলেন গণমানুষের নেতা। গণতন্ত্রে উত্তরণ, সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার অবদান এবং সংবিধানের ওপর তার অগাধ পাণ্ডিত্য তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করে। গণতন্ত্রের প্রতি তার দুর্নিবার আকর্ষণ ও সাংবিধানিক সংকট নিরসনে তার সঠিক দিকনির্দেশনা তাকে মহিরুহে পরিণত করে। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। এ ক্ষতি পূরণ হবার নয়।
স্পিকার তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সত্তরোর্ধ্ব সুরঞ্জিত ফুসফুসে সংক্রমণ ও রক্তে হিমগ্লোবিন স্বল্পতাজনিত সমস্যায় ভুগছিলেন।