
এস. এম. নাহিদ : রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট এলাকায় সুর্মী এন্টারপ্রাইজের পরিচালনায় কোরবানির পশুর হাটের কার্যক্রম ইতোমধ্যে জমে উঠেছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হাটে নেওয়া হয়েছে আধুনিক নানা উদ্যোগ।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাটজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ ও ওয়াচ টাওয়ার। নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম স্থাপন এবং র্যাব-পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে।
হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হচ্ছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। পাশাপাশি পাইকারদের জন্য রাখা হয়েছে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা। জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজিং ও জীবাণুনাশক চেম্বারও স্থাপন করা হচ্ছে।
৪৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য দিদার আহমেদ মোল্লা জানান, পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম ও ভেটেরিনারি অফিসার সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। পাশাপাশি হাটজুড়ে জনসচেতনতামূলক ব্যানার টানানো হচ্ছে।
সুর্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় পরিচালিত এই ৩০০ ফিট কোরবানির পশুর হাট এখন রাজধানীর অন্যতম নিরাপদ, সুশৃঙ্খল ও সেবামূলক পশুর হাট হিসেবে পরিচিত হতে যাচ্ছে। ক্রেতা-বিক্রেতারা এখানে নির্ভয়ে ও স্বস্তিতে তাদের কেনাবেচা সম্পন্ন করতে পারবেন-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।