সুষ্ঠুভাবে নির্বাচনে লক্ষ্যে রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করছেন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশ গ্রহণে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘সব দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সাক্ষাৎ করছেন।’

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়ায় বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারি দেশে ‘গণতন্ত্র হত্যা দিবস’- বিএনপিসহ কয়েকটি দলের এমন মন্তব্যের বিষযে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থন্ত্রী বলেন, ‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়’।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনো ভাবছে না।’

পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন।