সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর

এখনও চূড়ান্ত বিজয় আসেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই চূড়ান্ত বিজয় আসবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জাতীয়তাবাদি সামাজিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। পরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার পালিয়ে যাওয়ায় নতুন গণতন্ত্রের দিকে আগাচ্ছে দেশ। এখানে অনেকেরই অবদান আছে।

তিনি বলেন, যারা রক্ত, শ্রম, সময়, অর্থ আর দু’কলম লিখে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তাদের সবারই অবদান আছে। তাই নিজেদের ভেতর কোনো ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সম্ভবনাকে কাজে লাগাতে হবে।

এ সময় আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু ও অবাদ নির্বাচন আয়োজনের দিকে আগাতে অন্তবর্তীকালিন সরকারকে অনুরোধ করেন তিনি।

জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।