সুষ্ঠু নির্বাচন করার একাগ্রতা, নিষ্ঠা, প্রত্যয় ও দৃঢ়তা আমাদের রয়েছে: সিইসি

এস,এম,মনির হোসেন জীবন : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দেশে সুষ্ঠ, অবাধ ও নিরপ্রেক্ষ নির্বাচন পরিচালনার জন্য আমাদের একাগ্রতা, নিষ্ঠা, প্রত্যয় ও দৃঢ়তা আমাদের রয়েছে।  সিইসি বলেন, আসন্ন ঢাকার দুই সিটির ভোটে দায়িত্বরত আইনশৃংখলাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বসহকারে এবং কঠিন ভাবে দায়িত্ব পালন করেন। তবে, নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি হলে কাউকে ছাড়বো না। কোন ধরনের ছাড় দেওয়া হবেনা। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে সভাপতির বক্তব্যে সিইসি এ হুঁশিয়ারি দেন।

বৈঠকে উপস্থিতি বিভিন্ন বাহিনীর প্রধান ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য সিইসি কে এম নুরুল হুদা বলেন, আমি চাই না কোনো অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি যেন আমাদের পর্যন্ত না আসে। ছোট খাটো কোনো সমস্যা হলে স্ব স্ব বাহিনীর প্রধানদের মাধ্যমে সেটি নিষ্পত্তি করবেন।

সিইসি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কোনো গাফিলতি হলে আপনারা নিজেরাই তা সমাধান করবেন পুলিশ, বিজিবি ও র‌্যাব তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে। যেনো ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে। আর আপনারা সেই অবস্থা সৃষ্টি করবেন। কোনো বিচ্যুতি হলে কাউকে ছাড় দেয়া হবে না এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে উল্লেখ করে সিইসি কে এম নুরুল হুদা বলেন, আমি আশা করি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সহায়তা পাবো। অতীতেও যেমন সহায়তা পেয়েছি। আশা করি এবারও পাবো।

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনে আমি কোন ধরনের অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি নির্বাচন কমিশন পর্যন্ত গড়াক। আমাদের পর্যন্ত যদি আসে, তাহলে তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।

এসময় তিনি আরও বলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কার কার কোন কোন অবস্থায় কার কতটুকু বিচ্যুতি রয়েছে, তা বের করব। কঠিনভাবে আপনারা দায়িত্ব পালন করবেন। আমরাও গুরুত্ব দিয়ে কঠোর অবস্থানে থাকবেন।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সতর্ক থাকার আহবান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের কাছে বারবার অভিযোগ আসে এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয় না। অথবা ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। তবে, এজেন্টদের বাড়ি থেকে এনে ভোটকেন্দ্রে প্রবেশ করিয়ে দেয়ার দায়িত্ব আমরা নিতে পারি না।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে তিনি বলেন, আমাদের ইভিএম অনেক উন্নতমানের। এর মাধ্যমে ভূয়া ভোট দেওয়া সম্ভব নয়।

বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি কে এম নুরুল হুদা বলেন, গতকাল মঙ্গলবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার অভিযোগ পাওয়ার আগেই আমাদের রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সেখানে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছেন জানানোর জন্য। এরকম দ্রুত গতিতে আমরা ব্যবস্থা নিই।

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ বৈঠকে তিন নির্বাচন কমিশনার ও কমিশন সচিব মো. আলমগীর, পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, এলিট ফোর্স র‌্যাব প্রধান বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও ঢাকার বিভাগীয় কমিশনার সহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত আছেন।