সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: বদিউল আলম

পক্ষপাত মুক্ত নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অনিবন্ধিত রাজনৈতিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ এ আলোচনা সভার আয়োজন করে।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন হবে না, এই অশঙ্কা বহুলাংশে দূর হয়েছে। পুরোপুরি দূর হয়নি। আমিসহ অনেকের মনে দুটো প্রশ্ন রয়েছে। একটা হলো— নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মিমাংসা পর্যন্ত এই পুরো প্রক্রিয়া কারসাজি মুক্ত, স্বচ্ছ, পক্ষপাতিত্বমুক্ত হবে কিনা — এর উপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দেবে। তাই নির্বাচন সুষ্ঠু করার জন্য গভীর সংস্কার দরকার।’

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, লেখক গবেষক আলতাফ পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।