সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বিএনপি দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

মঙ্গলবার সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে  গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবো। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমার প্রধান প্রতিদ্বন্ধী মেয়র হিসেবে ১৩ বছরে যে উন্নয়ন করছেন,  আমি নির্বাচিত হলে ৫ বছরে তার চেয় বেশি উন্নয়ন করবো ।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।