
নিজস্ব প্রতিবেদক : নির্যাতিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এনপিএসের নেতারা এ দাবি জানান।
এনপিএসের নেতারা বলেন, নির্যাতিত রোহিঙ্গারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এই নিঃস্ব মানুষগুলোর জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আশ্রয় জরুরি।
বক্তারা অং সান সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক আদালতে তার বিচার দাবি করেন।
মানববন্ধনে এনপিএসের চেয়ারম্যান মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে সংস্থার সহ-সভাপতি বেনজীর আহমেদ চৌধুরী, হাজী মোজাম্মেল হক, মো. নুরুল ইসলাম চৌধুরী, হামিদুল হক খোকন, মহাসচিব মো. নাজির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।