
অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে আজও সোমবারের প্রভাব দেখা যাচ্ছে।
দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। তবে লেনদেনে ধীরগতি রয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টি কোম্পানির, দর কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬০৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৬ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১২৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছ ২০টির।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৭ কোটি টাকার শেয়ার।