অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই পুঁজিবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৪৪৮ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১১০ কোটি ৬৮ লাখ টাকা বা ২০ শতাংশ কম লেনদেন।
ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে।
সিএসইতেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মোট ২৬ কোটি টাকা লেনদেন হয়েছে।
সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।