সূত্রাপুরে ১০ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী।

সূত্রাপুর থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, বুধবার সূত্রাপুর এলাকার তিনটি (বাগানবাড়ি এলাকা, রুপচান্দা বস্তি ও শ্যামবাজার) স্থানে অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয় অভিযান। এ সময় ১০ জনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩১৫ গ্রাম হিরোইন, ৮০ লিটার দেশীয় চোলাই মদ, ৩০০ গ্রাম গাঁজা ও ইয়াবা ১৫০ পিস রয়েছে।

সব প্রক্রিয়া শেষ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।