
বিনোদন ডেস্ক : সৃষ্টিকর্তা যাকে দেন উজার করে দেন। পাকিস্তানি যুবক আরশাদ খান সেটি ভালোবাবেই উপলদ্ধি করছেন। সাধারণ চাওয়ালা থেকে এবার তিনি হলেন সিনেমার অভিনেতা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মার্দান শহরের এই যুবক তার নীল রঙের চোখের জন্য রাতারাতি সামাজিক যোগাযোগের মাধ্যমে তারকা বনে যান। এরপর মডেলিংয়েও দেখা যায় তাকে। এবার সিনেমায় অভিনয় করছেন তিনি।
পাকিস্তানি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাবের শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরশাদ খান। খুব শিগগিরই সিনেমাটির শুটিংয়ের জন্য ইংল্যান্ড এবং দুবাই যাবেন তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে আরশাদ খান বলেন, ‘আমি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছি। কিন্তু চিত্রনাট্য ও চরিত্র পছন্দ না হওয়ায় কাজ করিনি। এমনকি এ সিনেমার বেলাতেও অনেকগুলো চরিত্রের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে নায়কের ভাইয়ের চরিত্রটি আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। নিঃসন্দেহে সিনেমায় আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।’
১৮ বছর বয়সি এই ইন্টারনেট সেনসেশন আরো বলেন, ‘তারা আমাকে অনেক বড় অঙ্কের পারিশ্রমিকও দিচ্ছে কিন্তু তার পরিমাণ আমি এখনই প্রকাশ করব না। তবে সিনেমার শুটিংয়ের জন্য খুব শিগগিরই প্রথমবারের মতো ইংল্যান্ড ও দুবাই যাচ্ছি। আমি যেই পারিশ্রমিকই পাই না কেন তা আমার কাছে ১ কোটির সমান কারণ এটি আমার প্রথম সিনেমার পারিশ্রমিক।’
এর আগে গত অক্টোবরে ইন্টারনেটে ট্রেন্ডে পরিণত হন আরশাদ খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার একটি ছবি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ব্যক্তিগত মন্তব্যে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ কেউ তাকে পাকিস্তানি এবং বলিউড তারকাদের সঙ্গে তুলনা করেছেন।