সেই পুরাকাল থেকেই মহিলাদের কান ফোটানোর রেওয়াজ আছে

সেই পুরাকাল থেকেই মহিলাদের কান ফোটানোর রেওয়াজ আছে। জানা যায় শুধু মেয়েদেরাই নয়, আগেকার দিনে পুরুষরাও কান ফুটো করে দুল পরতেন। অবশ্য সময়ের পরিবর্তনে সেই প্রথাও  ধীরে ধীরে অবলুপ্ত হয়েছে। যদিও মহিলারা এখনও কান বিঁধিয়ে বাহারি দুল পরেন। এখনকার ছেলেদের মধ্যে অনেকেই কানে ‘পিয়ারসিং’ করাচ্ছেন। এতে শুধু মাত্র স্টাইল স্টেটমেন্ট বাড়ে না, কান ফোটানোর অনেক উপকারও রয়েছে। অবাক হলেন ? কিন্তু এটাই সত্যি। জেনে নিন কান ফোটানোর উপকারিতা।