নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তারপরও যুবক শিহাব কীভাবে ছুরি নিয়ে প্রবেশদ্বারে ঢুকলো এবং তার উদ্দশ্য কী ছিল সে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বিমানবন্দরে শিহাবের ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী (২৪)। এরপর বিমানবন্দরের প্রবেশদ্বার ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দরে নিরাপত্তার তদারকিতে থাকা আর্মড পুলিশের এএসপি তানজিলা আক্তার বলেন, ‘ওই যুবক গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। মূলত, এ সময় তাকে বাধা দেওয়ায় আনসার সদস্যকে ছুরিকাঘাত করে সে। কিন্তু ছুরি নিয়ে সে এতদূর পর্যন্ত কীভাবে এলো তার তদন্ত করা হবে।’
সোমবার দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম মিয়া এ প্রতিবেদককে বলেন, ‘আনসার বাহিনী এ ঘটনায় মামলা করবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে লক্ষ্যে পোশাকধারী পুলিশসহ নিরাপত্তা সদস্য বাড়ানো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘যুবকটিকে মানসিক রোগী বলে মনে হয়নি।’
এদিকে ঘটনার পর রাতেই বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ সময় বিমান উঠা-নামা ছাড়া সব ধরনের কর্মকা- প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল।
আনসার সদস্যরা বলেন, ক্লিনারের বেশধারী এক যুবক রোববার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরে বহির্গমন টার্মিনালের ২য় তলায় তিন নম্বর গেটের সামনে ঘোরাঘুরি করছিলো। সে কেন ক্লিনারের বেশ ধারণ করেছিলো এবং কি উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলো তার তদন্ত শুরু হয়েছে। সে চিহ্নিত কোন গোষ্ঠীর সদস্য কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।