সেঞ্চুরি হাঁকিয়ে যা বললেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক : ৬১ বল। ৯টি চার ও ৯টি ছক্কা। ১২২ রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। রোববার দিনের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার সাব্বির রহমান।

অবশ্য ১২২ রান করেও জেতাতে পারেননি দলকে। ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ রানে হার মানে রাজশাহী। কিন্তু ম্যাচ হারলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাজশাহীর সাব্বির রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে সেঞ্চুরির বিষয়ে সাব্বির রহমান বলেন, ‘খুবই ভালো লাগছে। আসলে আমি আমার ন্যাচারাল খেলাটা খেলার চেষ্টা করেছি। স্কোরবোর্ডে ১৯১ না ১৯২ সেটি মাথায় ছিল না। ১৯২ রান তাড়া করাটা অবশ্যই উপভোগ্য। আমরা আসলে টার্গেট না দেখে বল টু বল খেলার চেষ্টা করেছি। আমরা অবশ্যই ভালো খেলেছি। জিততে পারলে ভালো লাগত। দুর্ভাগ্যক্রমে জিততে পারিনি।’

১২২ রানের অনবদ্য এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। খারাপ লাগার বিষয়ে সাব্বির বলেন, ‘অবশ্যই খারাপ লাগছে।’