আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি সেতু ধসে কমপক্ষে নয়জন নিহত হয়ছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেতুটি দেশটির অবকাশযাপন দ্বীপ বালির কাছে দুটি ছোট দ্বীপকে সংযুক্ত করেছে।
পুলিশ কর্মকর্তা আরেন্দ্রা ওয়াহাউদি জানিয়েছেন, রোববার ধর্মীয় একটি উৎসব উপলক্ষে অসংখ্য লোক সেতুটি দিয়ে পারাপার হচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে সেতুটি ধসে পড়ে। এসময় কয়েকটি মোটরসাইকেলসহ আরোহী পানিতে পড়ে যান। এ ঘটনায় নিহত হয়েছে ৯ জন। আহত হয়েছে আরো ৩০ জন। সমুদ্রের ওপর দিয়ে নির্মিত ব্রিজটির নিচে পানির গভীরতা দুই মিটার। তবে হতাহতরা প্রায় সবাই সেতুর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। হতাহতরা সবাই স্থানীয়।
ইন্দোনেশিয়ার খোঁজ ও উদ্ধার অভিযানের মুখপাত্র জানিয়েছেন, অন্ধকারের কারণে রাত ৯টার দিকে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়েছে। সোমবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।