সেনবাগে সংখ্যালঘুদের বাড়ি মন্দির পাহারায় জামায়াত

নোয়াখালী প্রতিনিধিঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায়, সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার সকালে উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন, তারা যেন কোনরকম সন্ত্রাসী হামলার শিকার না হয়। শুধু তাই নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছাত্ররা সংখ্যালঘুদের নিরাপত্তায় অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালনের আশ্বাস দেন।

পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আলাউদ্দিন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল মালেক, সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্যাহ, মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক আবুল খায়ের।

সেনবাগ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের আগে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।