
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিরোধী জোটের নেতারা।
বুধবার সন্ধ্যায় সোনকুঞ্জে আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
অনুষ্ঠানে কামাল হোসেন, ফখরুলসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময় হয়েছে বলে জানা গেছে।