সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, বোমা ও মাদকসহ গ্রেপ্তার ‘শুটার’ রিয়াজের পাঁচ সহযোগী

এস.এম.নাহিদ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ রিয়াজের সহযোগী পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পূর্বাচল আর্মি ক্যাম্পের গোপন তথ্যের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ৬ বোতল ফেনসিডিল, ৯ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানকালে প্রধান সহযোগী সাব্বির, মামুনসহ কয়েকজন পালিয়ে যায়। এই চক্রটি দীর্ঘদিন ধরে রূপগঞ্জে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, অবৈধ দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

আটক আসামিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ, যার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে জনতার সহায়তায় গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার সময় তিনি স্ত্রী ও যমজ সন্তানদের ফেলে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।