
চট্টগ্রাম, কর্ণফুলী: গত বৃহস্পতিবার, ২৬শে সেপ্টেম্বর, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম সেতু রোডে অবস্থিত কর্ণফুলী এন্টারপ্রাইজের বালি সেন্টারে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনসাধারণের সহায়তায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে আটককৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হলেও, থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ১০-১২ জনের একটি বহিরাগত দল বালি সেন্টারে প্রবেশ করে চাঁদা দাবি করে। খবর পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় সেনাবাহিনী অভিযান চালায় এবং চারজনকে ঘটনাস্থল থেকে আটক করে। আটককৃতরা হলেন- আরাফাত হোসেন (২২), তাসিম (২৭), মোবারক (৩২), এবং হাবিবুর রহমান লিটন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত চারজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছিল। এই ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এই অভিযোগের বিষয়ে জানতে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে মুঠোফোনে যোগাযোগ করে। তিনি বলেন, “আমার এক এস আই-এর বাবা মারা গেছেন। এখন আমি ব্যস্ত আছি। এ সকল বিষয়ে পরে আলোচনা করব।”
অভিযোগের বিষয়ে ওসির কাছ থেকে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।