সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য

এস.এম.নাহিদ: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবারও অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গড়পড়তা ফলাফলে দেশজুড়ে অন্যতম শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

মোট ৬১টি সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৭১৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ হাজার ১৫৬ জন ছিলেন বাংলা মাধ্যমের ৩৭টি প্রতিষ্ঠান থেকে, ৯৭১ জন ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে এবং ৫৮৯ জন শিক্ষার্থী দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে।ফলাফলে দেখা যায়, ৬,৮২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সামগ্রিক পাসের হার ৯৮ দশমিক ০৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩৬ দশমিক ৪৭ শতাংশ। শিক্ষাবিদদের মতে, এটি জাতীয় পর্যায়ে একটি ব্যতিক্রমধর্মী অর্জন।

এই সাফল্যের পেছনে রয়েছে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক–শিক্ষিকাদের নিবেদিত পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও একনিষ্ঠ প্রচেষ্টা।সর্বোপরি সেনাসদরের সার্বিক দিকনির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নিয়মিত তদারকি, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের নেতৃত্ব, অনুষদ সদস্যদের নিবেদন এবং অভিভাবকদের সহযোগিতাও এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।