সীমান্তে সেনা সমাবেশ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে ইউক্রেন ও রাশিয়া।
মস্কোর যে কোনো আক্রমণ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেন্সকি। দেশটির সেনাবাহিনীর সামরিক মহড়ার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, মঙ্গলবার অনুষ্ঠেয় পুতিন-বাইডেনের শীর্ষ ভার্চুয়াল বৈঠকে সীমান্তে সেনা সমাবেশ নিয়ে রাশিয়াকে সতর্ক করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
জাতীয় দিবসে কয়েক হাজার সেনা ও রণতরী ও যুদ্ধবিমান নিয়ে এক প্রকার নিজেদের শক্তির জানান দিল ইউক্রেন। সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতির মধ্যেই সামরিক মহড়াসহ বিভিন্নভাবে নিজেদের সক্ষমতা যাচাই করছে কিয়েভ। আর তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ভলদমির জেলেন্সকি। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই সোমবার আবারও হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত তার দেশ। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ আরও রণসরঞ্জাম সামরিক বাহিনীতে যুক্ত করা হচ্ছে।
ভলদিমির জেলেন্সকি বলেন, সেনাদের জন্য আমরা নিরলসভাবে আমাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র ‘নেপচুন’ উৎপাদন করে যাচ্ছি। এন্টি ট্যাঙ্ক মিসাইলও সরবরাহ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক গোলাও মজুদ রয়েছে। আমরা এরইমধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রকল্প হাতে নিয়েছি।
এর আগে একইদিন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকায় ইউক্রেনের সেনাদের সঙ্গে দেখা করেন জেলেন্সকি। সেখানেও তিনি সেনাদের উৎসাহ দেন।
সীমান্তে বিপুল অস্ত্রসরঞ্জাম, সাঁজোয়াযান ও প্রায় এক লাখ সেনাসহ হামলার ছক কষছে রাশিয়া, এমনই দাবি ইউক্রেনের গোয়েন্দাদের। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুর দিকে এই হামলা চালানো হতে পারে বলেও আশঙ্কা তাদের। সীমান্তে শুধু সেনা সমাবেশই নয় রাশিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে ইউক্রেন।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার ব্যাপক সেনা উপস্থিতি ও রণসরঞ্জাম মোতায়েন নিয়ে মস্কোকে সতর্ক করে আসছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সীমান্তে পশ্চিমাদের সামরিক উপস্থিতি নিয়ে ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইউক্রেনের মাটি ব্যবহার করে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরইমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে সেনা উপস্থিতির বিষয়টি তুলে ধরবেন বাইডেন। কূটনৈতিক উপায়ে সঙ্কটের সমাধান না হলে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে বলেও জানায় বাইডেন প্রশাসন।


