
আন্তর্জাতিক ডেস্কঃ সেনা সরকারের একের পর হিংস্র মনোভাব আর দমন নিপীড়নের শিকার মিয়ানমারের সাধারণ আন্দোলনকারীরা। গত ফ্রেব্রুয়ারী মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনা বাহিনী। ক্ষমতাচ্যুত করা হয় মিয়ানমারের আইনপ্রেণেতাদের। এবার নতুন মাত্রা যুক্ত হল মিয়ানমারে সেনা সরকারের আন্দোলনের বিরুদ্ধে। সেনা সরকারকে হঠাতে সাবেক আইনপ্রেণতাদের আহ্বান।
ফেব্রুয়ারি মাসের শুরুতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের আইনপ্রণেতাদের নিয়ে গঠিত মিয়ানমারের একটি বেসামরিক ছায়া সরকার সামরিক জান্তাকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের আহ্বান জানিয়েছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শনিবার (১৩ মার্চ) প্রথমবারের মতো দেশটির জনগণের উদ্দেশে এই আহ্বান জানানো হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) অন্যতম শীর্ষ নেতা মাহন উইন খাইং থানকে গত সপ্তাহে মিয়ানমারের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন দেশটির ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা। এরপরই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকারকে উৎখাত এবং এ লক্ষ্যে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
গোপন জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে রাখা বক্তব্যে মাহন উইন খাইং থান বলেন, ‘জাতির জন্য এটা সবচেয়ে অন্ধকার সময় এবং এটি ভোরের আলো ফোঁটার আগমুহূর্ত।’
তিনি বলেন, একটি কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে দশকের পর দশক ধরে স্বৈরশাসকের হাতে নিপীড়নের শিকার হতে হয়েছে। নিপীড়িত সংখ্যালঘু সব ভাইদের সত্যিকারের প্রত্যাশা, একমাত্র বিপ্লবের মাধ্যমেই আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগানো যাবে। এই বিপ্লব আমাদের সব শক্তি ও সামর্থ্যকে ঐক্যবদ্ধ করার সুবর্ণ সুযোগ।
তিনি জানান, নিজেদের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্বঘোষিত সরকার আইন তৈরির চেষ্টা করছে। একইসঙ্গে অর্ন্তবর্তীকালীন একটি টিমের মাধ্যমে জনপ্রশাসন পরিচালিত হবে।
গত সপ্তাহে মাহন উইনকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর গঠন করা স্বঘোষিত সরকার কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দেয়। স্বঘোষিত এই সরকার নিজেদের স্বীকৃতি আদায়ের জন্য কাজ করছে।
এদিকে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারজুড়ে শনিবার আরও ১২ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হন। পায়ায় শহরে নিহত হয়েছেন একজন। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে দুই জন নিহত হন। আগের রাতেও সেখানে তিন জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন।
মান্দালয়ের এক্টিভিস্ট মায়াত থু জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রের মতো আচরণ করছেন। তিনি বলেন, গুলিতে ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রয়টার্স জান্তা সরকারের একজন মুখপাত্রকে ফোন করে জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি। জান্তাচালিত এমআরটিভিতে প্রচারিত সন্ধ্যার খবরে আন্দোলনকারীদের ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, চলমান আন্দোলনে মিয়ানমারে এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: বিবিসি