গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে খলিলুর রহমান (২৭) নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রামের অহেদুল ইসলামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অহেদুল ইসলামের বসতবাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত খলিলুর রহমান ওই ইউনিয়নের শক্তিপুর (নামাপাড়া) গ্রামের অছিমুদ্দিন কবিরাজের ছেলে।
নিহতের পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অহেদুলের মেয়ে আছিয়ার সঙ্গে খলিলুরের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করে আছিয়া। এর পর থেকে নিখোঁজ হয় খলিলুর।
তাদের দাবি ওই সম্পর্কের জেরেই পরিকল্পিতভাবে খলিলুরকে হত্যা করে লাশ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।