
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের উপশহর পাড়ার খায়রুল আলমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই পাড়ার দলিল লেখক আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, মনোয়ারা বেগম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে পাশের বাড়ির খায়রুল আলমের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী আদিলুদ্দিনের স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, পারুল বেগমরে সঙ্গে মনোয়ারা বেগমরে সমিতির কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।