ক্রীড়া প্রতিবেদক : সেপ্টেম্বরের শেষদিকে আফগানিস্তানের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোহাম্মদ শাহজাদের ব্যাট হাসেনি।
মাস দেড়েক পর আবার বাংলাদেশে আফগানিস্তানের ওপেনিং এই ব্যাটসম্যান। এবার বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলে খেলতে। আর বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন ২৮ বছর বয়সি হার্ড হিটার ব্যাটসম্যান।
মিরপুরে কাল রংপুর রাইডার্সের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫২ বলে অপরাজিত ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহজাদ। ইনিংসে ১১টি চারের পাশাপাশি ছক্কা হাঁকান ৩টি। ১২৫ রান তাড়া করতে নেমে শাহজাদের ঝোড়ো ব্যাটিংয়ে পাঁচ ওভার বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় রংপুর।
একই মাঠে রংপুর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ খুলনা টাইটান্সের মুখোমুখি হচ্ছে। আজও ব্যাট হাতে ঝড় তুলবেন শাহজাদ?
রংপুরের মতো খুলনাও জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে। শেষ ওভারের নাটকীয়তায় কাল রাজশাহী কিংসকে ৩ রানে হারায় তারা। শেষ ওভারে জয়ের জন্য ৭ রানের সমীকরণ মেলাতে পারেনি রাজশাহী। শেষ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে খুলনার জয়ের নায়ক অধিনায়ক মাহমুদউল্লাহ।
আজ রংপুর ও খুলনা ম্যাচেও জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়। সরাসরি দেখাবে চ্যালেন নাইন ও সনি সিক্স চ্যানেল।