আগামী সেপ্টেম্বরের ১০ তারিখে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।
বিবিসি জানিয়েছে, গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের সঙ্গে একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্ক করতে চান জানিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয়, আমাদের ৩টি বিতর্ক করা উচিত। তিনি আরও জানিয়েছেন, বাকি বিতর্কগুলো ফক্স নিউজ ও এনবিসিতে আয়োজিত হবে।
এদিকে কমলাও ট্রাম্পের সঙ্গে একাধিক বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মিশিগানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, তিনি এবিসি নিউজে ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেবেন। আগামী ১০ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম মুখোমুখি বিতর্ক মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে বিতর্ক আয়োজিত হবে।