সেবার মান বৃদ্ধিতে বিমান বহরে নতুন নতুন উড়োজাহাজ যোগ হচ্ছে

রেজাউর রহমান চৌধুরী; ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, জাতীয় পতাকাবাহী বিমানকে‘আকাশে শান্তির নীড়’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বিমানের সেবার মানবৃদ্ধিসহ এর বহরে নতুন নতুন এয়ারক্রাফট সংযোজন করা হচ্ছে।
তিনি আজ সকালে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বিমানের জন্য কানাডার ইড়সনধৎফরবৎ ওহপ. তৈরি ৩টি উধংয-৮ ছ৪০০ঘএ উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে এ ক্রয় চুক্তিতে বিমানের পক্ষে এমডি মোসাদ্দিক আহমেদ কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঈধৎষ গধৎপড়ঃঃব স্বাক্ষর করেন। উড়োজাহাজ তিনটি ২০২০ সালের মার্চ, মে এবং জুনে হস্তান্তর কথা রয়েছে। ২০১৬ সালের ১৫ নভেম্বর সরকারি ক্রয়কমিটিতে এ ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারি, বোম্বারডিয়ার এর রিজিওনাল ডিরেক্টর জড়ন ইঁৎফবশরহ প্রমুখ ।