ঘরের আঙ্গিনায় চলমান ইউএস ওপেনের নারী এককে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপকে ৬-২, ৪-৬ ও ৬-৩ সেটে হারিয়ে আসরের শেষ চারে জায়গা করে নিয়েছেন মার্কিন এ কৃষ্ণকলি।
এর ফলে ক্যারিয়ারে ৩৩তম গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা। যেখানে টানা নয়টি আসরের সেমিফাইনালে উঠলেন উইলিয়াম পরিবারের এ সদস্য।
মেয়েদের এককে পঞ্চম স্থানে থাকা সিমোনের কাছে প্রথম সেটে জিততে পারেননি সেরেনা। তবে পরের পুরো তিন সেট খেলেই জয় পান ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা।
সেমিফাইনালে ক্যারোলিনা প্লিসকোভার মুখোমুখি হবেন সেরেনা। ওই লড়াইয়ে জিতলে শীর্ষস্থান অটুট থাকবে তার। যেখানে জিতলে শীর্ষ বাছাই হিসেবেই থাকবেন তিনি। আর ওই ম্যাচে জয় পেলে স্টেফিগ্রাফের দীর্ঘ ১৮৬ দিন শীর্ষে থাকার রেকর্ড ছাড়িয়ে যাবেন সেরেনা।