সেরা অভিনেতা অমিতাভ ও অভিনেত্রী আনুশকা

বিনোদন ডেস্ক : সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। আর সেরা অভিনেত্রী আনুশকা শর্মা।

সম্প্রতি মুম্বাইয়ের জিয়ো গার্ডেনের বিকেসিতে বসেছিল ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’ আসর। এতেই চলতি বছরের সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের সেরা অভিনেতা হিসেবে স্টারডাস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি পিঙ্ক সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। এদিকে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় অভিনয়ের জন্য বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনুশকা শর্মা।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বলিউডের ‍অধিকাংশ তারকা অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন- শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকে।