বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান যমুনা ব্যাংক নিম্নলিখিত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো :
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারী অফিসার
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। তবে বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, ইকোনোমিকস, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ট্রিপল ই, সিভিল ইঞ্জিনিয়ার অথবা এমবিএ বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর স্নাতক পর্যায়ে সিজিপিএ স্কেল ৪.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ স্কেল ৫.০০-এর মধ্যে ৪.৫০ থাকতে হবে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃত প্রার্থীদের ফলাফল ন্যূনতম ‘বি’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার চালনায় বিশেষ করে এমএস অফিসে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি বলতে জানতে হবে।
বয়স : ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন : নিয়োগকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারী অফিসার প্রবেশনকালে প্রতি মাসে ৫০ হাজার/৪০ হাজার টাকা সম্মানী পাবেন। পাশাপাশি থাকবে অন্যান্য সুবিধাদি। এক বছর প্রবেশনকাল শেষে তাদের ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার/অফিসার (জেনারেল) পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা : আগামী ২৫ সেপ্টেম্বর, ২০১৭।
আবেদন পদ্ধতি : যোগ্য ও আগ্রহী প্রার্থীরা যমুনা ব্যাংকের ওয়েবসাইটে (http://jamunabankbd.com/career) গিয়ে আবেদন করতে পারবেন।